বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ৭:০৪:১৬ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার তকবাজখানি মহল্লার জব্বার উল্লাহর বাহরাইন প্রবাসী পুত্র জমির উদ্দিন। তিনমাস পূর্বে বিয়ের বিয়ে করেছেন। অন্যজন চানপাড়া মহল্লাহর সাবাজ মিয়ার পুত্র শাকিল মিয়া।
জানা যায়, জমির ও শাকিল বানিয়াচং থেকে মোটর সাইকেল যোগে শ্রীমঙ্গল বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে মিরপুর নতুন বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।