শহরতলীতে যুবতীকে ধর্ষণ, ধর্ষক কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ৯:০২:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর উত্তর হাটখোলায় বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ইমরান আহমদ (২৫) জালালাবাদ থানাধীন উত্তর হাটখোলার মৃত হানিফ উল্লাহ’র ছেলে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো নাজমুল হুদা খান। তিনি বলেন, নির্যাতিতা যুবতীকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসি বিভাগে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টায় ওই যুবতীর ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ইমরান আহমদ। এ সময় যুবতীর চিৎকারে স্থানীয় এসে ইমরানকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নির্যাতিতা ওই যুবতী বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।