জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ৯:৪৯:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভার্চুয়ালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় তাঁতীপাড়ায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যনির পরিচালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভার্চুয়াল আলোচনা সভার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে সব ধর্মবর্ণের মানুষের মধ্যকার ভেদাভেদ দূর করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ সভাপতি বাবু নিহার রঞ্জন দে, আব্দুল ফাত্তাহ বকশি, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার তুতু, স্বেচ্ছাসেবকদল নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, সহ যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সহ সমাজসেবা সম্পাদক মফিজুর রহমান জুবেদ। বিজ্ঞপ্তি