বিয়ানীবাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ৯:৫৯:১৬ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়ার কিশোরের নাম মিলন আহমদ (১৬) কুড়ারবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খশির ছাতল গ্রামের আব্দুস ছত্তারের ছেলে।
শুক্রবার সকালে বিয়ানীবাজার থানার পুলিশ মিলনের নানা বাড়ির (খশির নামনগর) আঙিনার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্বার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিলন তার নানা বাড়ি এসেছিল। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে মিলনের মামী ঘুম থেকে উঠে দেখেন বাড়ির আঙিনার আম গাছে মিলনের লাশ ঝুলন্ত অবস্থায়। এসময় তিনি সবাইকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা।