বিয়ানীবাজারে অটোরিক্সা চুরি
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ১০:০৮:৪৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের বাহাদুরপুরের একটি বসতবাড়ী থেকে সিএনজি চালিত অটোরিক্সা চুরি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে বারইগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ঐ এলাকার দুলাল আহমেদের বসতবাড়ি থেকে গাড়ি টি চুরি হয় ।
জানা যায়, দুলাল আহমেদ কাগজবিহীন একটি অটোরিক্সা চালিত সিএনজি ক্রয় করেছিলেন। দুলাল আহমেদের ভাই জামাল আহমেদ সন্ধ্যার পর গাড়ি বাড়ির বারান্দায় রাখেন। শনিবার সকালে উঠে গাড়িটি না দেখতে পেয়ে জামাল আহমেদ খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি পরও সম্ভাব্য সবস্থানে গাড়ি না পেয়ে তারা বুঝতে পারেন গাড়িটি গভীর রাতে চুরি হয়েছে।
গাড়ির মালিক দুলাল আহমেদ জানান শুক্রবার দিবা গত রাত ১ টা পর্যন্ত তিনি গাড়িটি নির্দিষ্ট স্থানে তিনি দেখতে পান। তারপর তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। সকালে উঠে দেখেন গাড়ি সেখানে নেই । সারাদিন খোঁজাখুঁজিা পরও গাড়ির কোন সন্ধান পান নি। এ ব্যাপারে তারা বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।