নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সিসিকের অভিযান শুরু আজ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ১২:০৬:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাড়ে ৩ ঘন্টার মধ্যে কয়েক দফা ভূমিকম্পের জের ধরে নড়েচড়ে বসেছে সিসিক। এবার সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযানে নামছে সিলেট সিটি কর্পোরেশন। কয়েকবছর আগে এসব ভবন চিহ্নিত করা হয়েছিল। সম্ভাব্য বড় ধরণের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে এসব ভবনে অভিযানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে সিসিক সূত্রে জানা গেছে।
শনিবার বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজকের ভূমিকম্পকে আমরা সতর্কবার্তা হিসেবে দেখছি। একটি টিম গঠন করেছি। ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে আজ রোববার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান চালানো হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো রিমোভ করব। তিনি আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলোও চিহ্নিত করা হবে। মেয়র নিজে অভিযানে থাকবেন বলেও উল্লেখ করেন।