ডিবি পরিচয়ে চাঁদা দাবী, ঠাঁই হলো জেলে
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ৯:৫৫:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাসায় তল্লাশী ও টাকা দাবীর অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত প্রতারক শহিদুল ইসলাম শহিদ (৪১) জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার মোল্লারগাঁও লামা হাজরাইয়ের জনৈক আব্দুল খালেকের বাড়িতে ঢুকে শহিদ। এ সময় নিজেকে ডিবি পুলিশের ইনফরমেশন অফিসার পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে রাস্তা গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পাশের একটি দোকানে ঢুকে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয় শহিদ। এরপর ওই দোকান থেকে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র গাড়ীতে তুলে টাকা না দিয়ে চম্পট দেয়ার চেষ্টা করলে দোকান মালিক গোলাম রব্বানী চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে নকল পুলিশকে আটক করে আসল পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারক শহিদকে আটক থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার তাকে আদালত হাজির করলে বিচারক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।