আলমপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ৯:৫৯:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দুপুর ১টার দিকে আলমপুরের লামারগাঁওয়ের দুদু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা যায়, রোববার দুপুর ১টার দিকে লামারগাঁওয়ের দুদু মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫টি কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের অফিসার মো. আলাউদ্দিন মনির বলেন, আগুনে প্রায় ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।