ঘন ঘন লোডশেডিং থেকে পরিত্রাণ চায় জকিগঞ্জবাসী
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ৬:৪৬:৩০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন জকিগঞ্জবাসী। তীব্র গরমে বাইরে কাজ করা তো দূরের কথা, ঘরে থেকেও প্রাণ যায় যায় অবস্থা। এ দূর্বিষহ অবস্থায় ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নাজেহাল স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগ পোহাতে হচ্ছে পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহককে।
জকিগঞ্জ উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, প্রচন্ড গরমের মধ্যে বৈদ্যুতিক পাখা মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে থাকে। কিন্তু লোডশেডিং মাত্রাতিরিক্ত হওয়ায় সেই স্বস্তিও মিলছে না। এমনকি রাতের বেলায়ও একাধিকবার বিদ্যুতের আসা-যাওয়ার কারণে চরম আকার ধারণ করেছে ভোগান্তি।
ঘনঘন বিদ্যুৎ যাওয়ার কারণে ইলেকট্রিক অনেক মেশিনারী ও ব্যবহারিক জিনিসপত্র প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন কর্মকান্ডে জনসাধারণের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সাধারণ মানুষদের প্রশ্ন এই লোডশেডিং যন্ত্রণার শেষ কোথায়। অপরদিকে বছরজুড়ে রয়েছে ৩৩ কেভি লাইনের সমস্যা। বিদ্যুতের বিভ্রাট, ঘনঘন লোডশেডিং থেকে পরিত্রাণ চায় জকিগঞ্জবাসী। জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এমনটাই হচ্ছে।