শাবিতে সিইই বিভাগের ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ৭:০৬:৩৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার এ সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কোভিড-১৯ সময়কালেও সকলের আন্তরিক প্রচেষ্টায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। বর্তমানে নয়টি প্রজেক্ট চলমান। অচিরেই আরো পনেরোটি প্রজেক্টের কাজ শুরু হবে। তবে কাজ করার ক্ষেত্রে কাজের গুণগতমানের প্রতি আপোষ করা চলবে না। গুণগতমান বজায় রাখতে প্রতিটি নির্মাণ কাজ তদারকির জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। অবস্থানগত কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা বিধায় নির্মিতব্য সকল স্থাপনা ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. জহির বিন আলম, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোশতাক আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মুহিবুল আলম, সিইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক, প্রধান প্রকোশলী সৈয়দ হাবিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এ কে এম ফেরদৌস প্রমুখ। উল্লেখ্য দুই কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে দুইতলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবনটি আগামী এক বছরের মধ্যে নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি