আম্বরখানা মনিপুরীপাড়ায় ভবনে ফাটল: গার্ডওয়াল ধস
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ৯:০৭:২৯ অপরাহ্ন
সরানো হলো বাসিন্দাদের
স্টাফ রিপোর্টার : হঠাৎ করেই নগরীর আম্বরখানা মনিপুরীপাড়ার ৩তলা ভবনে ফাটল ও গার্ডওয়াল পুকুরে ধসে পড়ায় আতংক দেখা দিয়েছে। সম্ভাব্য ঝুকিঁ এড়াতে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে। সোমবার বিকেল ৩টার ভবনের পাশের্^ থাকা পুকুরে গার্ডওয়াল পড়ে গেলে ভবনের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ও রোববারের কয়েক দফা ভূমিকম্পের পর পুকুর পাড়ের ওয়ালটি ধসে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৪নং ওয়ার্ডের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী। তিনি গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা ঘটনাস্থল ও ভবন পরিদর্শন করে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন।
কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ভবনের পাশের রাস্তাটির বেশ কিছু জায়গায় পাশের মাটি ধসে গেছে। ভবনেরও কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছে। সিসিকের প্রকৌশলী বিভাগের কর্মকর্তাবৃন্দ জায়গাটি পরীক্ষা করে গেছেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভবনের সবাইকে সরিয়ে দেয়া হয়েছে। কি কারণে এমনটি হয়েছে তা প্রকৌশলীগণ পরীক্ষা নিরীক্ষিা করে পরবর্তীতে জানাবেন। আপাতত ভবনের সবাইকে সরিয়ে দিতে, পুকুরের পানি না কমাতে এবং বস্তা ও বাশ দিয়ে সাময়িক ধাক্কা রাখতে সিসিকের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।