উপশহরে ঝুঁকিপূর্ণ ৩ ভবন
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ৯:১১:৫৬ অপরাহ্ন
কর্তৃপক্ষ নির্বিকার
স্টাফ রিপোর্টার : নগরীর অভিজাত আবাসিক এলাকা হিসাবে খ্যাত শাহজালাল উপশহর। এ এলাকায় অনেক ভবন জলাশয়ের উপর নির্মিত হয়েছে। এমনই একটি ভবন রয়েছে সি ব্লকের ৪৩ নাম্বার রোডে ৭১ নাম্বার বাসা। জলাশয়ের উপর পৃথক তিনটি ব্লকে বহুলতল ভবন নির্মিত হয়। এ তিনটি ভবনে প্রায় পাঁচশত পরিবারের বসবাস। সদস্য সংখ্যা আড়াই হাজারের মতো।
তারা ঝুঁকিপূর্ণ এ ভবনটিতে ভয় নিয়েই বসবাস করছেন। গেলো ভূমিকম্পে এ তিন ভবন হেলে যায়। একটির সাথে অন্যটি লেগে গেছে। বিষয়টি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেট ডিভিশন অফিসকে অবগত করলেও তারা নির্বিকার। জাতীয় গৃহায়ন সিলেট ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী দৈনিক জালালাবাদকে বলেন, ভবন নির্মাণের নকশার সঙ্গে মিল নেই এমন ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।