নিম্ন আদালতে ভার্চুয়ালী চলবে সব মামলার কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২১, ৯:১১:৩০ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সব ধরনের মামলার আপিল, রিভিশন শুনানি ও নিষ্পত্তি এবং দেওয়ানি মামলার যুক্তিতর্ক শুনানিসহ রায় দেওয়া যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলো ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতদ্বসংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক ভার্চুয়াল উপস্থিতিতে সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি আপিল, রিভিশন মামলা শুনানি করে নিষ্পত্তি করবেন এবং পক্ষদের উপস্থিতি বা সাক্ষ্যগ্রহণের আবশ্যকতা নেই এরূপ দেওয়ানি আপিল, রিভিশন, রিভিউ এবং দেওয়ানি মোকদ্দমা ও বিবিধ মামলা নিষ্পত্তি করবেন।’
‘ইতোমধ্যে যে সব দেওয়ানি মোকদ্দমায় যুক্তিতর্ক শুনানি বা রায় প্রচারের জন্য ধার্য তারিখ অতিক্রান্ত হয়েছে, সে সব মোকদ্দমা ও বিবিধ মামলাযর পুনরায় তারিখ ধার্যক্রমে দ্রুত নিষ্পত্তি করবেন।’
‘সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল পুনর্ধার্যকৃত তারিখ সংবলিত মামলাগুলোর তালিকার কপি আদালতের নোটিশ বোর্ডে এবং জেলা আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে সারাদেশে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বিচারপ্রার্থী ও আইনজীবীদের পেশা বাঁচাতে আদালত খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন অধিকাংশ আইনজীবী।