ওসমানী হাসপাতালে ১৪ দালাল আটক, কারাগারে গেলেন ৯ জন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২১, ৯:৪৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৪ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে আটক করা হয়।তবে আটককৃত ১৪ জনের মধ্যে ৯ জনকে পাঠানো হলো কারাগারে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ।
তিনি বলেন, ১৪ জনের মধ্যে ৫ জন অ্যাম্বুলেন্সের চালক। তাদের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাচাই করে ছেড়ে দেয়া হয় এবং ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আটককৃত দালালরা হলো, গোলাপগঞ্জ উপজেলার কালীজুড়ি গ্রামের মো. তাহির আলীর ছেলে মো. আমির আলী, বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মিরের চরের গৌউস আলীর ছেলে সোহেল (৩৬), নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার লাভলু মিয়ার ছেলে তামিম আহমদ (৩০), একই এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো. কামাল আহমদ (৪৭), সদর উপজেলার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. জালাল উদ্দিন (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার মৃত রফিকুল ইসলামের ছেলে শাহীন আহমদ (৩০), জকিগঞ্জ উপজেলার মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম (২৮), বালাগঞ্জ উপজেলার করচারপাড়ের মৃত জামাল উদ্দিনের ছেলে সালেহ আহমেদ (৩৪), মেহেরপুর জেলার গাংনী উপজেলার বানিয়াপুকুরের মো. বাদলের ছেলে মো. রাকিবুল ইসলাম (২২)।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দৈনিক জালালাবাদে “ওসমানী হাসপাতালে টাকা দিলে বেডমিলে” শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ হয়। এরপর শুরু হয় তোলপাড়। সরেজমিন এই রিপোর্টটিতে হাসপাতালের নানা অনিয়ম, দালালদের দৌরাত্ম, টাকা দিলে মিলে সেবাসহ চিকিৎসা নিতে আসা মানুষের দূর্ভোগের কথা।