ভার্থখলার হোটেলে জুয়ার আসর, গ্রেফতার ৮
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২১, ৯:৪৯:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার ভার্থখলায় হোটেল আগমনে জুয়া খেলার এজেন্টসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।
জুয়াড়িরা হলো, মোগলাবাজার থানাধীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে সুমন (৩৭), মতিউর রহমানের ছেলে রাসেল (২৯), পাঠানপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৪)। বি-বাড়িয়া জেলার সদর থানার চরমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রাজন (২৭), একই জেলার নবীনগর পূর্বপাড়া গ্রামের তাদিল ইসলামের ছেলে আল-আমিন (২৮), রসিমপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সাদেক (২৮), হবিগঞ্জের নবীগঞ্জ ধর্মনগর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল (২২), দক্ষিণ সুরমার বারখলা গ্রামের সেলিম আহমদের ছেলে মাহিন আহমদ (৩২)।
এর আগে সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে।