ঢাকায় খুন হওয়া ময়না মিয়ার লাশ গোলাপগঞ্জে দাফন
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২১, ৯:২৮:১২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : ঢাকার মহাখালীতে স্ত্রী কর্তৃক খুন হওয়া ময়না মিয়ার লাশ নিজ এলাকা গোলাপগঞ্জের চৌঘরীতে দাফন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ময়না মিয়ার জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে লাশ দাফন করা হয়।
গত ৩০ মে মহাখালীর আমতলিতে প্রথম স্ত্রী নিজ হাতে ঠান্ডা মাথায় ৬ টুকরো করে স্বামী ময়না মিয়াকে খুন করেন। ময়না মিয়া দীর্ঘদিন থেকে কিশোরগঞ্জ ও ঢাকায় বসবাস করে আসছিলেন। এ সুবাদে তিনি দুটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহ ছিল, এ কলহের জের ধরে প্রথম স্ত্রীর হাতে তিনি নির্মমভাবে প্রাণ হারান। স্ত্রী তাকে বাসায় রাতে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে দুহাত ও মাথা শরীর থেকে আলাদা করে পলিথিনিরে ব্যাগে ভরে ফেলে দেয়, এছাড়া লাশটিকেও টুকরো টুকরো করে প্লাস্টিকের ড্রামে ভরে ফেলে দেয়।
পরে পুলিশ তার হাতের আঙ্গুলে ছাপ দ্বারা পরিচয় সনাক্ত করে নিজ বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামে আত্মীয় স্বজনকে জানায়। গত মঙ্গলবার ময়না মিয়ার খুনের বিষয়টি জেনে আত্মীয় স্বজনরা লাশ ঢাকা থেকে আনলে বুধবার সকাল ১০টায় জানাজা শেষে লাশ দাফন করা হয়।