রাখালগঞ্জে একরাতে চারটি দোকানে চুরি
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২১, ১০:৩৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিন সুরমার রাখালগঞ্জে একরাতে চারটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা চারটি দোকান থেকে মালামালসহ নগদ টাকা নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারের সন্নিকটে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, রাখালগঞ্জ বাজারের সন্নিকটে কামরুল ব্রাদার্স কসমেটিকস এন্ড সু কর্ণার, হযরত শাহ জালাল ক্লথ ষ্টোর, খাঁন ক্রোকারিজ ও লিমা, রাহি এন্ড ইমা ফ্যাশন দোকানের উপরের টিন ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে চুরেরা দোকানে ঢুকে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এরমধ্যে কামরুল ব্রাদার্স কসমেটিকস এন্ড সু কর্ণার থেকে ১০ হাজার টাকার মালামাল, হযরত শাহ জালাল ক্লথ ষ্টোর থেকে ২২ হাজার, লিমা, রাহি এন্ড ইমা ফ্যাশন থেকে ৫ হাজার ও খাঁন ক্রোকারিজ থেকে নগদ কিছু টাকা চুরেরা নিয়ে যায়।