শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২১, ৭:২৪:২৬ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর নগরীর কোর্ট পয়েন্টে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি নযীর আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের উপদেষ্ঠা মাওলানা আসাদ উদ্দিন, সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা আমিন উদ্দিন,
মহানগর সহ-সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কে. এম শিহাব উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের মিসবাহ, ইসলামী শাসনতন্ত্র জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহানগর সাধারণ সম্পাদক মখবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি