নবীগঞ্জে ১৩ পরিবার খোলা আকাশের নিচে
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২১, ৮:২০:৫০ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ১০ দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
গত ২৬ মে রাতে ওই উপজেলার পানিউমতা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রোকবষাবিলে অবস্থিত উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের ফিশারির পাহারাদার আবুল মিয়া ও তার স্ত্রী মোছাঃ জারু বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নোয়াগাঁও গ্রামের ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় নুর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার জের ধরে উত্তেজনা বিরাজ করছিল। গত রোববার সকালে প্রশাসনের সাথে সাতাইহাল গ্রামের নেতৃস্থানীয় লোকদের বৈঠক চলাকালিন সময় সাতাইহাল গ্রামের হাজারো লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামের ১৩ টি বাড়িঘর অগ্নিসংযোগ ও লুটপাট করে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় গত মঙ্গলবার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে ও আরো ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করেন। এযাবত মামলার প্রধান আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আজ ১০ দিন যাবত খোলা আকাশের নিচে বসবাস করছেন।