মাছিমপুরে ৩ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২১, ৯:৪১:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর মাছিমপুরে হান্নান মেম্বারের কলোনি থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে বিচারক আসামীদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলো, কোম্পানীগঞ্জের চাটিবহর পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমির উদ্দিন (৭০), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামের নারুই জাকির মিয়ার ছেলে আলম মিয়া (১৯) ও হবিগঞ্জের বানিয়াচং থানার মজলিসপুর গ্রামের আব্দুল শহিদ মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮)।
এরআগে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহেরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাবেক মেম্বার হান্নান মিয়ার কলোনী থেকে ৩ জুয়াড়িকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। তাদেরসহ জুয়া খেলার বোর্ড মালিককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।