সিলেট তরুণী অপহরণ, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২১, ৯:৪৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের দায়ে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে শহরতলীর জালালাবাদ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ওই তরুণীকে (১৭) উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের দিরাই উপজেলার সিংনাথ রাজনাউ গ্রামের প্রকৃত দাসের ছেলে ঝলক দাস (২১) ও পলক দাস (২২)। তারা জালালাবাদ থানার গোয়াবাড়ী লতিফ মিয়ার কলোনীতে বসবাস করতো।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৯ মে রাত সাড়ে ১১টার দিকে জালালাবাদ থানা এলাকার ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঝলক ও পলক অপহরণ করে একটি সিএনজি চালিত অটোরিকশা করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে। এ বিষয়ে ওই তরুণীর বাবা বুধবার রাত সোয়া ১১টার দিকে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই রাতেই অভিযানে নামে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আসামী ঝলক দাস ও পলক দাসকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ওই তরুণীকে (১৭) উদ্ধার করা হয়।