ওসমানীতে যাত্রীর যাত্রাভঙ্গ : বিমানের ১ কর্মী বরখাস্ত, অন্যজন প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৮:০৩:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের অপেশাদারী আচরণে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক জামিলা চৌধুরীর যাত্রাভঙ্গের দায়ে ১ কর্মীকে সাময়িক বরখাস্ত ও আরেকজনকে প্রত্যাহার করা হয়েছে। তবে কাকে বরখাস্ত ও কাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
শনিবার বিমানের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ফ্লাইট মিস ও সৃষ্ট জটিলতার জন্য উল্টো ওই যাত্রীকেই অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার তদন্ত করতে আসবেন বিমানের জিএম পদবির এক কর্মকর্তা। এছাড়া ওই যাত্রীর ইচ্ছানুযায়ী বিমানের পরবর্তী ফ্লাইটে লন্ডন পাঠানো নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইটের বাংলাদেশ বিমানের বিজি-২০১ এর যাত্রী ছিলেন ভুক্তভোগী প্রবাসী জামিলা চৌধুরী। তাঁর অভিযোগ ওইদিন তিনি ফ্লাইট মিস করেন এবং যুক্তরাজ্য যেতে পারেননি বিমান কর্মকর্তাদের অপেশাদার আচরণের কারণে।