তৃতীয় প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ৩:২২:২৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী হিসেবে কুন্দুজ নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এর মধ্য দিয়ে গত তিন দিনে তারা তিনটি প্রদেশকে নিজেদের করায়ত্তে নিয়েছে।
রোববার (৮ আগস্ট) এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা পুলিশের প্রধান কার্যালয়, গভর্নরের কম্পাউন্ড ও শহরের কারাগারের দখল নিয়েছে। দোহাভিত্তিক আলজাজিরাকে রাজধানীতে তালেবানের উপস্থিতি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
এর আগে জাওজান প্রদেশের রাজধানী শেবারগান ও নিমরোজের জারানজ শহরের নিয়ন্ত্রণে নেয় তালেবান। ২০১৫ ও ২০১৬ সালে কুন্দুজের পতন ঘটেছিল তালেবানের হাতে।
শেবারগান ও জারানজের পতন হয়েছিল কোনো রক্তপাত ছাড়াই। কাবুল থেকে আলজাজিরার প্রতিবেদক শার্লট বেলিস বলেন, কুন্দুজের এক সাংবাদিক আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যে পুলিশ প্রধান ও নির্বাচন কমিশনের কার্যালয় দখলে নিয়েছে তালেবান। শহরের কেন্দ্রীয় গোলচক্করজুড়ে তালেবানের পতাকা উড়তে দেখা গেছে।