ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২১, ৭:০০:৫১ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পলাশপুর গ্রামের শাবলু আহমদের ছেলে নাহিদ আহমদ (৪) ভীমরুলের কামড়ে মৃত্যুবরণ করেছে। সোমবার দুপুর ১২ টায় এই ঘটনা ঘটে। নাহিদের পিতা শাবলু আহমদ জানান, তার ঘরের পাশে বড় একটি গাছে ভীমরুল বাসা বাঁধে কয়েকদিন আগে। তিনি আজ ভীমরুলের বাসা লক্ষ্য করে ঢিল ছুড়ে তাঁর ব্যক্তিগত কাজে চলে যান। ঢিল ছুঁড়ার সাথে সাথে ভীমরুলরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
তার ছেলে নাহিদ তখন ঘরে ছিল। কতক্ষণ পর নাহিদ ঘর থেকে বের হলে ভীমরুলরা তাকে ঘিরে ফেলে তার সমস্ত শরীর কামড় দিয়ে আহত করে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন চলে এসে নাহিদকে ভীমরুলের কবল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।