সিলেটে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬৭
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ১:৫৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো ৬৭ জন। এর মাধ্যমে বিভাগে গত ৩ মাসের মধ্যে সংক্রমণের হার ৭-এর নিচে নেমেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার পর্যন্ত ১০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৬.৩৮ ভাগ।
নতুন শনাক্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনসহ সিলেট জেলায় রয়েছেন ৪০ জন। এছাড়া সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৮২৪ জনে। এর মধ্যে ওসমানী হাসপাতালের ৪৬৮৬ জনসহ সিলেট জেলার রয়েছেন ৩৩ হাজার ১৩৭ জন। এছাড়া সুনামগঞ্জের ৬১৮৯ জন, মৌলভীবাজারের ৭৯৪০ জন ও হবিগঞ্জের ৬৫৫৮ জন রয়েছেন।
গেল ২৪ ঘন্টায় বিভাগে করোনায় মৃত্যুবরণকারী সিলেট জেলার বাসিন্দা। সবমিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১১২২ জন। এরমধ্যে সিলেট জেলার ৯৩১ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১২০ জন। এ নিয়ে বিভাগে সুস্থতার সংখ্যা ৪৬ হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ১৭১ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।