লাখাইয়ে এয়ারগান ও গুলি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২১, ৭:৪০:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাই থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ারগান ও ২৫০টি গুলি উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্ব সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব অস্ত্র ও গুলি লাখাই থানায় জিডি মূলে হস্তান্তর করেছে।