নাসুমের সাথে বাগবাড়ী শিশু পরিবারের আনন্দময় দিন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:৪১:৩৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সিলেটের নাসুম আহমদ বিশে^র নজর কেড়েছেন। সফলতার এভারেস্ট ছুঁয়ে বাংলাদেশের ক্রিকেটে স্বমহিমায় আবির্ভূত হয়েছেন। সেই নাসুমকে এক নজর দেখার আগ্রহ কার না থাকে। সিলেট নগরের বাগবাড়িস্থ সরকারি শিশু পরিবারের ক্রিকেটারদেরও এই আগ্রহ গত কয়েকদিন ধরে। বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেওয়ার আগে সিলেটে এসে শিশু পরিবারের সদস্যদের সেই আগ্রহ মেটালেন নাসুম। কথা বললেন, ছবি তুললেন, প্রেরণা দিলেন, আর কাটালন আনন্দময় এক দিন।
টিভিতে দেখা জাতীয় ক্রিকেটারকে কাছে পেয়ে তৃপ্তিভরে দেখলো শিশু পরিবারের ক্রিকেটাররা, দেখলেন নিবাসীরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় শিশু পরিবারে গিয়ে প্রায় দুই ঘন্টার মতো সময় কাটান নাসুম।
নিবাসের অসংখ্য শিশুর মাঝে একজন হলো সিফাত। শিশু পরিবার নিবাসী সিফাতের কেউ থেকেও নেই। মা-বাবাকে ছাড়াই ছোট্ট থেকে বেড়ে উঠছে এই প্রতিষ্ঠানে। নাসুমকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে সে। সে বলে, আমার এখনো স্বপ্ন মনে হচ্ছে। নাসুম ভাইকে কাছে পাবো, ছবি তুলতে পারবো মনেই হয়নি কখনো। শুধু সিফতা নয়, শিশু পরিবারের সবার মুখেও একই কথা।
শিশু পরিবারের ক্রিকেটাররা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেটের গর্ব নাসুমকে। এসময় উপস্থিত ছিলেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জাহানারা আলম, শিশু পরিবার স্পোর্টস দলের ম্যানেজার কাইয়ুম আল রনি, শিশু পরিবারের কর্মকর্তা ও কর্মচারিরা।