সিলেটে ৯ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২১, ৮:২৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ঝটিকা অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।
পুলিশের দেয়া তথ্যমতে গ্রেফতারকৃতরা হলো, মো. মাসুক মিয়া (৩৮), মো. ফয়সল মিয়া (২৮), মো. বাচ্চু মিয়া (৩০), আব্দুর রহিম (৩০), বাছিত মিয়া (৪৭), হারুন মিয়া (৫৫), মো. নুর আলী (৩৫), মো. শাহিন মিয়া (২৬) ও মো. আরিফ মিয়া (৪৫)।
এর আগে সোমবার বিকেলে দক্ষিণ সুরমার নাজিরবাজারের একটি রেস্টুরেন্ট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।