সিলেটসহ ৫ বিভাগে করোনায় মৃত্যু নেই
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২১, ৭:১৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগসহ দেশের পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় দেশের বাকি তিন বিভাগে করোনা সংক্রমিত ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৬৯ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮০। আগের দিন এ হার ছিল ২ দশমিক ২০।
গত বছর মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। চট্টগ্রামে বিভাগে মারা গেছেন তিনজন। রাজশাহীতে দুজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে। ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কারও মৃত্যু হয়নি।
ঢাকাসহ পাঁচ বিভাগে মৃত্যু না হওয়ার বিষয়টিকে দেশে করোনার নিম্ন সংক্রমণের একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।