সিসিকের অভিযানে ২২ মামলায় ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২১, ৭:৫৮:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটমের চলাচল বন্ধে সিলেট নগরীতে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আম্বরখানা, পাঠানটুলা, মদীনা মার্কেট ও ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা হয় ২টি ব্যাটারিচালিত অটোরিকশা।
অপরদিকে, ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আরো ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২টি মামলা ও ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
এ সময় সিটি কর্পোরেশনের রাজস্ব ও লাইসেন্সসহ বিভিন্ন বিভাগ এবং শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।