পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২১, ৫:১৯:৩৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ উপলক্ষে বুধবার বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসন্ত কুমার শর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন পিটিএ কমিটি সভাপতি ও গভর্নিং বডির সদস্য মো: আব্দুন নুর।
সহকারী প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী রুকাইয়া আক্তার শোয়াইবা। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার ও শাহরিয়ার সুলতানা শাম্মী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য শফিক মিয়া, হারুন উর রশীদ, মদরিছ আলী, আব্দুল হেকিম, সহকারী অধ্যাপক ফয়জুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো:আমির উদ্দিন, পাড়ুয়া ফোরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাছুম আহমদ, মাওলানা মাহমুদুল হাসান। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার।
উপস্থিত ছিলেন প্রভাষক আবু নাসের মো: খসরু, সিনিয়র শিক্ষক আমিনুর রহমান জসিম ও আব্দুল হামিদ, সহকারী শিক্ষক আব্দুল জলিল, মো: সৈয়দুজ্জামান, জালাল আহমদ, মতলুব হোসেন, জুবায়রা, এনামুল হক, মোস্তফা আহমদ, শরীফ জাকিয়া প্রমুখ। পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান।