হবিগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২১, ৮:৩৬:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তার নাম শেখ ফরিদ মিয়া (২৫)। সে সুনামগঞ্জের শাল্লা থানার দৌলতপুর গ্রামের শেখ জামাল মিয়ার ছেলে। শনিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামস্থ নতুন ব্রীজ গোলচত্তরের দক্ষিণ পাশের যাত্রী ছাউনীর ভিতর থেকে তাকে আটক করে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান বলেন, মাদক মামলায় তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।