নতুন রূপ পাচ্ছে বন্দরবাজার-সুরমা পয়েন্ট
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ২:০০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর ব্যস্ততম সড়কে সৌন্দর্য্যবর্ধণ সড়ক ডিভাইডারে মাধ্যমে বদলে দেয়া হয়েছে চৌহাট্টা-জিন্দাবাজার হয়ে বন্দরবাজার পর্যন্ত রাস্তার চেহারা। এবার নতুন রুপ পেতে যাচ্ছে বন্দরবাজার টু সুরমা পয়েন্টের রাস্তা। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে রাস্তার মাঝে থাকা প্লাস্টিকের ডিভাইডারগুলো। শুরু হয়ে গেছে গ্রীলের নতুন ডিভাইডার তৈরীর কাজ। ইতোমধ্যে কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদের সামনের রাস্তায় চলছে খুড়াখুড়ি। দ্রুততম সময়ের মধ্যে সড়ক ডিভাইডার নির্মাণ সম্পন্ন করার লক্ষে কাজ করছে সিসিক। কাজ শেষ হলে নতুন রুপে দেখা যাবে নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা বন্দরবাজার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিজিটাল ও মডেল সিলেট নগরী গড়তে বিশেষ প্রকল্প হাতে নেয় সিসিক। এই প্রকল্পের আওতায় বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক নিয়ে গেল বছর নেয়া বিশেষ পরিকল্পনা। চলতি বছরের শুরু থেকে এ সড়কে বন্ধ করে দেয় রিকশা, ভ্যান ও লেগুনা গাড়ি চলাচল। সিদ্ধান্ত বাস্তবায়নে একযোগে কাজ করে সিসিক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এছাড়াও সড়কের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে এসব এলাকা থেকে সরে যায় তারের জঞ্জাল।
চলতি বছরের শুরুতে সিসিকের পক্ষ থেকে বন্দরবাজার টু চৌহাট্টা মোড় পর্যন্ত সড়কে রাস্তার মাঝখানে সড়ক ডিভাইডার স্থাপন করে দ্বিমুখী যান চলাচল ব্যবস্থা চালু করা হয়। পাশাপাশি রাস্তার সৌন্দর্যবর্ধন করতে কারুকাজ মন্ডিত গ্রিল স্থাপন করা হয়। রঙ্গিন বাতি ও সুন্দর কারুকাজের কারণে শহীদ মিনার সংলগ্ন এলাকার সৌন্দর্য্য উপভোগ করতে মানুষের ঢল নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চৌহাট্টা এলাকায় তোলা শোভা পায়।
জানা যায়, ডিজিটাল ও উন্নত নগরী নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে সিসিক। জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনের সড়ক পর্যন্ত ডিভাইডারের মাঝে সৌন্দর্যবর্ধন গ্রিল এবার যোগ হচ্ছে নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায়।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, প্রথমে পরীক্ষামূলকভাবে চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত পুরো রাস্তার মাঝখানে সৌন্দর্য্যবর্ধন গ্রিল বসানো হয়। গ্রিল স্থাপনের পর দেশে বিদেশে এর সৌন্দর্য্য প্রশংসিত হয়। ফলে এবার বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত সৌন্দর্য্যবর্ধক সড়ক ডিভাইডারের মাঝে গ্রিল বসানোর কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সমাপ্ত করার লক্ষ্যে কাজ চলছে।
এদিকে নগরী যানজটমুক্ত রাখতে রোববার থেকে অনেকটা হার্ডলাইনে নামে সিসিক। দুইটি পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে যত্রতত্র পার্কিং করায় অর্ধশতাধিক কার, সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল আটক করা হয়। পরে ৩১ টি যানবাহন ও ব্যক্তির বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করে এসব যানবাহন ছেড়ে দেয়া হয়। এরপর থেকে এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে সিসিক সূত্রে জানানো হয়েছে। বন্দরবাজার এলাকায় সৌন্দর্য্যবর্ধন ডিভাইডার নির্মাণের কাজ শুরু হওয়া এই এলাকায় যানজট কিছুটা বেড়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ না হলে যানজট ক্রমশই বাড়তে থাকবে বলে মনে করেন অনেকে।