জকিগঞ্জে ইয়াবা সুন্দরী আটক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৭:৩২:২৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মিনারা বেগম (৩৫) নামে এক ইয়াবা সুন্দরীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমল এলাকা থেকে জকিগঞ্জ পুলিশ তাকে আটক করে। আটক মিনারা বেগম একই এলাকার ফারুক আহমদের স্ত্রী। জকিগঞ্জ থানার এসআই মোহন রায় বলেন, ইয়াবা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমল এলাকার নূর উদ্দিনের ছেলে ফারুক আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ীতে তল্লাশি চালিয়ে ২০২ পিছ ইয়াবাসহ মিনারা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন, আটক মিনারা বেগম ও তার স্বামী ফারুক আহমদ দীর্ঘদিন ধরে ইয়াবা বিকিকিনি করে আসছিল। এমন তথ্য পুলিশের কাছে ছিল। সর্বশেষ ইয়াবার চালান হাতবদলের খবরের ভিত্তিতে ফারুক আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারের মূলহোতা ফারুক আহমদ পালিয়ে গেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামী ফারুক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় আরো মোট ৮ টি মামলা রয়েছে।