ফেঞ্চুগঞ্জে হাওরে বাঁধ নির্মাণ করে দিলেন যুক্তরাজ্য প্রবাসী
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২১, ৮:৩২:০২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জের সদর ইউনিয়নের হখনিয়ার হাওরে কৃষকদের বাঁধ নির্মাণ করে দিলেন যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামীলীগের সাবেক সভাপতি এনাম উল ইসলাম। বৃহস্পতিবার সকালে হখনিয়ার হাওরের বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক সামসুল ইসলাম, হাওর রক্ষা পরিষদের সহ-সভাপতি আব্দুল মুকিত, টিপু সুলতান, মন্তাজ মিয়া, ফজলু মিয়া জামিল আহমদ প্রমুখ।