আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ১:৩৯:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে রাতের মধ্যে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’ পরিণত হতে পারে। যা আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) সকালে ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সুন্দরবন, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে ইতোমধ্যে ভারতে বৃষ্টি শুরু হলেও বাংলাদেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে।
এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামটি রেখেছে সৌদি আরব। আরবি শব্দ ‘জাওয়াদ’-এর অর্থ উদার বা করুণাময়।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আজকের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এ পরিণত হবে। এটি ভারতের উড়িষ্যা উপকূলের উপর দিয়ে যেতে পারে। এর কিছু প্রভাব বাংলাদেশের সুন্দরবনসহ সাতক্ষীরা, খুলনাসহ আশেপাশের এলাকায় পড়বে। তবে আজ এখন পর্যন্ত কোথাও ঝড়ো হাওয়া বা বৃষ্টির শংকা নেই। আজ দিবাগত রাতের পর ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে।