সুখ, দুঃখ ও আমাদের ভাবনা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২১, ৫:১৩:৪৬ অপরাহ্ন
সচ্চিদানন্দ কৃষ্ণ দাস সজল
আমাদের জীবনে সুখ বলেন আর দুঃখ বলেন খারাপ সময় কিংবা ভালো সময় উভয় পরিস্থিতি আমরা নিজেরাই জীবনে ডেকে আনি। সুখ দুখের উপর জীব সর্বতোভাবে নির্ভরশীল। অনেকে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সৃষ্টিকর্তা যেহেতু আমাদের পূর্ণরূপে পরিচালিত করেন তবে আমরা যখন বিকর্ম অর্থাৎ খারাপ কর্ম করি তখন কেন তিনি আমাদেরকে বাধা প্রদান করেন না। কেন তিনি আমাদের বিকর্ম করার সুযোগ করে দেন। এর উত্তরে একটা উদাহরণ দেওয়া যায় এরকম যে, একটি ছোট্ট বালক একটা ঘূর্ণায়মান পাখা হাত দিয়ে স্পর্শ করতে চেয়েছিল। বাবা জানেন বালকটি যদি পাখায় হাত দেয় তবে তার হাতটি কেটে যাবে কিংবা ব্যথা পাবে। তাই তিনি বারবার নিষেধ করছেন পাখায় হাত না দিতে। দিলে হাতে ব্যথা লাগবে। কিন্তু বাবার নিষেধ স্বত্বেও নাছোড়বান্দা বালকটি বাবার বারণ শুনতে নারাজ। সে কান্না শুরু করল পাখা স্পর্শ করার জন্য। বাবা তখন বাধ্য হয়ে পাখার গতি কিছুটা কমিয়ে পাখায় হাত স্পর্শ করতে দিলেন এবং বালকটি তৎক্ষণাৎ হাতে ব্যথা পেয়ে কাঁদতে শুরু করল। তখন বালকটির উপলব্ধি হল প্রচন্ড বেগে যখন পাখা ঘুরছিল তখন যদি হাত দিতাম তবে আমার আঙ্গুলটাই হারাতাম। পরে আর কোনদিন বালকটি পাখায় হাত দেয়নি। তো সৃষ্টিকর্তা আমাদের স্বাধীনতা দিয়েছেন প্রকৃত তত্ত্ব বোঝার জন্য। কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত স্বাধীনতাকে আমরা কেউ ভালো কাজে ব্যবহার করি কেউবা করি খারাপ কাজে। একইভাবে তিনি আমাদের ক্ষমতাও দেন যা আমরা ভালো মন্দ দুই কাজেই ব্যবহার করতে পারি।
সৃষ্টিকর্তা কারো স্বাধীনতা কেড়ে নেন না। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে পরীক্ষা করেন আমরা সেটা কোন কাজে ব্যবহার করছি। তাই কর্ম, বিকর্ম, অর্কম সব করার স্বাধীনতা জীবকে তিনি প্রদান করেছেন যাতে জীব উপলব্ধি করতে পারে কোনটি তার করা কর্তব্য। তিনি আমাদের শুধু সর্তক করে দিতে পারেন কিন্তু কোনভাবেই তিনি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। সৃষ্টিকর্তা আমাদের মনের বাসনানুযায়ী আমার চাহিদার বস্তু প্রদান করেন। সেটা আমার জন্য ভালো কিংবা মন্দ দুুুই হতে পারে। তবে এটাও ভাবা উচিত নয় যে তিনি এতোটাই নিষ্ঠুর শুধু আমাদের কষ্ট দেন। আমাদের সাময়িক কষ্ট দেন যাতে আমরা শোধরাতে পারি এবং শুদ্ধভাবে জীবনযাপন করতে পারি। খারাপ কর্ম ভালো কর্মের মধ্যকার পার্থক্য নিরূপণ করতে পারি। জীবন যেহেতু আমার তাই আমাকেই সিদ্ধান্ত নিতে হয় কোন কাজটি আমার করা বিধেয়।
তাই আমরাই আমাদের জীবনে বিপদ ডেকে আনি। সেখানে আমার সৎ অসৎ কর্মের জন্য সৃষ্টিকর্তাকে দোষারোপ করা কিংবা তিনি কেন আমাকে দিয়ে এরুপ কর্ম করাচ্ছেন এরকম ভাবা মোটেই ঠিক নয়। কর্ম করি আমরা তিনি শুধু ফল প্রদান করেন মাত্র।