সিলেটের সেরা জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২১, ৬:১৬:০৩ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: এই প্রথমবারের মতো স্বাস্থ্য সেবায় সুনামগঞ্জ জেলার সকল উপজেলাকে ছাড়িয়ে সিলেট বিভাগে সেরা হলো জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য সেবায় তৃণমূল পর্যায়ে নিবেদিত ও কোভিড-১৯ প্রতিরোধযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান নির্বাচিত হয় ৫০ শয্যা বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর এর হাতে সিলেট বিভাগের সেরা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায়।
জানা যায়, জগন্নাথপুরের কৃতিসন্তান গরীবের ডাক্তার নামে পরিচিত ডা. মধু সুধন ধর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেতে থাকে। ডা. মধুসুধন ধর তাঁর নিজ কর্মদক্ষতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত সকলের সহযোগিতায় সফলতার সাথে মোকাবেলা করেন মহামারি করোনাকালীন সময়। বর্তমানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে। যার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে সিলেট বিভাগের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান হয়েছে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।