আন্তঃ স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২২, ৭:২৭:২৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত আন্তঃ স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সফির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (অনূর্ধ্ব-১৬) বালক-বালিকারা (ক-গ্রুপ, খ-গ্রুপ, গ-গ্রুপ ও ঘ-গ্রুপ) মোট ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতি গ্রুপের রানার আপ ও চ্যাম্পিয়নদের মাঝে জেলা ক্রীড়া অফিস, সিলেট এর ব্যবস্থাপনায় ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন এর সভাপতিত্বে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রশিদ আহমদ। আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি