বিজয়ী ইউপি সদস্যকে টাকার মালা পরানোয় এসআই প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২২, ৮:০৪:৪০ অপরাহ্ন
মাধবপুর সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে এক ইউপি সদস্যের গলায় ফুল ও টাকার মালা দিয়ে আলোচনা সমালোচনার মুখে অবশেষে ক্লোজড হলেন মাধবপুর থানা পুলিশের এক উপ-পরিদর্শক।
জানা যায়, বুধবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার স্বাক্ষরিত এক আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে উপ-পরিদর্শক মমিনুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার আদেশ দিয়েছেন।
উল্লেখ্য গত ৬ জানুয়ারী ১১নং বাঘাসুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য তাজুল ইসলামের গলায় ফুল ও টাকার মালা পড়িয়ে দেওয়ার বিষয়টি সচেতন মহলে আলোচনার ঝড় তুলেছিলো। খোঁজ মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই (নিরস্ত্র) মমিনুল ইসলাম গত ৬ জানুয়ারি বাঘাসুরা ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য তাজুল ইসলাম মহালদারের গলায় টাকার মালা পরিয়ে বরণ করেন। ওই ইউনিয়নের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। পরে মালা পড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে সচেতন জনগণের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।
উল্লেখ্য যে, মাধবপুর থানার সরকারী বাসায় প্রায় দেড় যুগ ধরে অবস্থান করছেন তিনি। মাধবপুর থানায় নব যোগদানকৃত পুলিশ অফিসারগণ সরকারী বাসায় ওঠতে না পেরে ব্যক্তিগতভাবে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন বলে জানা যায়।