নবীগঞ্জে মোটর সাইকেল সিএনজি সংঘর্ষ আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২২, ৭:৫৭:৩৪ অপরাহ্ন
নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুরে শনিবার বিকেলে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদেরমধ্যে মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, কালাঞ্জুরা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র নূর আলী,আউশকান্দি ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র মতিউর রহমান মুন্না (১৫ ) এবং আউশকান্দি ইউনিয়নের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মোটরসাইকেল আরোহী মহিবুর রহমান ( ৩৬ )।
স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।