৭৫ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ৮:৩০:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে ৭৫ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী রোকেয়া খাতুন (২৮) উপজেলার বাঘারুকের আব্দুল হাইয়ের স্ত্রী।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় চুনারুঘাটের দেওরাগাছ এলাকার আব্দুল জাহিরের বাসার সামনে অভিযান চালিয়ে থেকে রোকেয়া খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৪ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।