শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২২, ৭:১২:৩৪ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা প্রাইমারী স্কুলের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় আরো ৫-৭ জন ডাকাত পালিয়ে যায়। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। এর আগে ভোর ৪টার দিকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার-হবিগঞ্জ বাইপাস সড়ক থেকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সফর আলীর পুত্র উজ্জ্বল মিয়া (২৮), মৃত গউছ আলীর পুত্র নুর আলী ওরফে কালা মিয়া (৪০), দেবপাড়া গ্রামের বকুল মিয়ার পুত্র আক্তার মিয়া (১৯), পশ্চিম পাড়া গ্রামের শাহাদাত আলীর পুত্র ফুয়াদ মিয়া (২২) ও চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের বাবুল মিয়ার রাজু মিয়া (১৯)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুদিয়াখলা প্রাইমারী স্কুলের কাছ থেকে একটি প্রাইভেট কারসহ ৫ ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।