শাহজালাল বিশ্ব বিদ্যালয় পরিস্থিতি নিয়ে মহানগর জামায়াতের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২২, ৯:১০:৪৮ অপরাহ্ন
সিলেটবাসীর গর্বের প্রতিষ্ঠান দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে কার্যকর উদ্যোগের মাধ্যমে বিশ^বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিককরণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান তারা। একই সাথে ন্যায্য ও যৌক্তিক দাবী আদায়ে একটি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
এক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সিলেটবাসীর আশা আকাঙ্খার প্রতীক। সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়ে যে অচলাবস্থা বিরাজ করছে এ নিয়ে গোটা সিলেটবাসী উদ্বিগ্ন। শিক্ষার্থীদের যে কোন ন্যায্য দাবীর সাথে জামায়াতে ইসলামী সহমত পোষণ করছে। করোনাকালিন সময়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় সমূহ খুলেছে। সীমিত পরিসরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া চালু হয়েছে। এমতাবস্থায় অনির্দিষ্টকালের জন্য বিশ^বিদ্যালয় বন্ধ ঘোষণা কোন সমাধান নয়। আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন করে বিশ^বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বিশ^বিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ^বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তারা বলেন, নির্বিচারে গুলিবর্ষণ করে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন দমিয়ে রাখা যায়না। এখানে বিশ^বিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আলোচনার পথ বন্ধ করে শক্তিপ্রয়োগ করে আন্দোলন দমাতে গিয়েই দিন দিন বিশ^বিদ্যালয় পরিস্থিতির চরম অবনতি ঘটছে। একদিকে শিক্ষার্থীরা দিনরাত আন্দোলন করছে, অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কঠোর অবস্থান। এমন পরিস্থিতিতে অভিভাবকমহল ও সিলেটবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্টদের বিশ^বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসতে হবে এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার সুষ্টু পরিবেশ নিশ্চিত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি