মৌলভীবাজারে খেলাফত মজলিসের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২২, ৭:৫০:১০ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
শাখা সভাপতি মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালীর যৌথ পরিচালনায় মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, উলামায়ে কেরাম হচ্ছেন জাতির পথ প্রদর্শক। সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও সাজানো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদীস মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমীসহ অসংখ্য আলেম উলামাকে কারাগারে বন্দী রেখে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী। বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি মাওলানা ফয়জুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ মুফতী হিফজুর রহমান হেলাল, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতী মাও রুহুল আমীন, শহর শাখার সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন রায়পূরী, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, মোঃ নিজাম উদ্দীন মাও তাজুল ইসলাম, মাওঃ কাজী হুসাইন আহমদ, মাওঃ আবু তাহের, শেখ আব্দাল মাওঃ মুহাম্মদ বিন বাশার, হুসাইন আহমদ, আব্দুল ওয়াজিদ, মোসাদ্দেক আহমদ ফুয়াদ, মনসুর আহমদ, প্রমুখ।