হবিগঞ্জে গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২২, ৯:২৯:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ মাধবপুর থেকে গণধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামীকে আটক করে র্যাব। তার নাম শিবু রক্ষিত (৩৫)। সে একই উপজেলার নোয়াপাড়া ইউপির ইটাখোলা গ্রামের মৃত সংকর রক্ষিতের ছেলে।
আইনীব্যবস্থা শেষে গ্রেফতারকৃত আসামীকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।