শাবি পরিস্থিতিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা —গণদাবী পরিষদ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২২, ৯:৩০:৫৩ অপরাহ্ন
সিলেটবাসীর বহু আন্দোলন ত্যাগের ফসল, ঐতিহ্যের স্বারক, সিলেটবাসীর সম্পদ, হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে চলা শিক্ষার্থী আন্দোলন তড়িৎ গতিতে সমাধানে পৌছার আহবান জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ।
শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কলন্দর আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু এক যুক্ত বিবৃতিতে বলেন, সিলেটবাসীর সম্পদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন ঘনিভূত হচ্ছে, এই অদ্ভুত পরিস্থিতিতে দায়িত্বশীলরা সমস্যা এড়িয়ে যেতে পারেন না। শিক্ষার্থীদের ৩ দফা দাবি প্রতিফলিত হলেও এখন ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আমরণ অনশন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সেজন্য পরিস্থিতি সমাধানকল্পে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করে শাবি পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা উচিৎ বলে সিলেটের সচেতন নাগরিকবৃন্দ মনে করেন। নেতৃবৃন্দ বলেন যে কোন আন্দোলন ছোট থাকতে সমাধান করা উচিত নতুবা আন্দোলন পরবর্তীতে ব্যাপকতা লাভ করে। যাহা কোন অবস্থাতে তাহা কাম্য নহে। এবারকার আন্দোলনের যথাসময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করায় এই জটিলতা তৈরি হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অনশনকারীদের প্রতি সহমর্মিতা আর অসুস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি