সাওল হার্ট সেন্টারে ফ্রি হৃদরোগ চিকিৎসা সেবা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২২, ৭:২৭:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে নিজস্ব শাখায় রোববার থেকে তিনদিন ব্যাপী ফ্রি পরামর্শ ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেছে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.। সকালে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন সেন্টারের চেয়ারম্যান কবি মোহন রায়হান। বিশেষ অতিথি ছিলেন এজিএম আবদুল্লাহ আল মামুন, ঢাকা সেন্টারের কার্ডিওলজিস্ট সিনিয়র কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ এবং সিলেট সেন্টারের কনসালটেন্ট ডা. কামাল উদ্দিন। হৃদরোগ চিকিৎসায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ইইসিপি মেশিনের দ্বারা বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সেবা দিয়ে যাচ্ছে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.। এবার সিলেটে তাদের শাখার এক বছর পূতি উপলক্ষে হৃদরোগীদের তিনদিন ব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান । সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর মিরবক্সটুলার খায়রুন ভবনের সিলেট শাখায় এই সেবা প্রদান করা হবে।