বিয়ানীবাজারে হাসিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২২, ৯:১৯:৪০ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া আলীপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন কাজে জড়িত ড্রেজার কর্মীদের ইটের আঘাতে নিহত আব্দুল হাসিব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেন বৈরাগীবাজার এলাকাবাসী। রোববার সকালে বৈরাগীবাজারের খশির আব্দুল্লাহপুরে ত্রিমোহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহিদ হাসান জুবের ও ছাদিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কুড়ারবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিল এর সহ-সভাপতি জুবের আহমদ, ব্লাড ডনেটরস অব বৈরাগীবাজারের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের সরকারী শিক্ষক আব্দুল মুমিন ডালিম, আব্দুল হাসিবের পিতা ইসমাইল আলী, আব্দুর রহীম, ছাত্র নেতা জিয়াউল হক, এলাকার মুরব্বি ফরিছ আলী জামাল, এলাকার মুরব্বি বদরুল ইসলাম, শাহীন আহমদ, নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মালিক মেম্বার, ইউপি সদস্য নজমুল হক, শিল্পী শাব্বির আহমদ মানিক, হোসেন আহমদসহ আরো অনেকে।
মানববন্ধনে বিয়ানীবাজারের ১২টি সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী চলা আধা কিলোমিটার লম্বা মানববন্ধনে এলাকার সংগঠন, ক্লাব জনসাধারণ প্লেকার্ড, ব্যানার নিয়ে আব্দুল হাসিব হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়।