বড়লেখায় ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২২, ৭:১২:৪১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার কাঁঠালতলী মাঠে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনালে পাখিয়ালা ভলিবল ক্লাব ২/১ সেটে কাঁঠালতলি ভলিবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফর রহমান চুন্নু, উপজেলা ভলিবল এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ বাদশা, সম্পাদক মান্না দে, পৌর কাউন্সিলার রেজাউল ইসলাম।